প্রশ্ন : আমি প্রকৃতভাবে Education অর্জন করতে চাই। কিভাবে পড়বো?
উত্তর : খুব সোজা। আমি কী বলি মন দিয়ে শোনো, পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার জন্যে লেখাপড়া না করে শেখার জন্যে পড়।
আশফিকুর চৌধুরী তাওসিব বোরহানউদ্দিন,ভোলা,বরিশাল
প্রশ্ন : কোনো একটা গ্রহ বা নক্ষত্রকে চেপে ছোট করতে পারলে সেটা ব্লাক হোলে পরিণত হবে যেমন সূর্যকে চেপে সূর্যের ব্যার্সাধ ৩কিমি আনতে পারলে সেটা ব্লাক হোলে পরিণত হবে এর কারণ কি?
উত্তর : আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একটা সমাধান করেছিলেন শোয়ার্জচাইল্ড (Schwarzschild), সেখান থেকে শোয়ার্জচাইল্ড ব্যাসার্ধ বলে একটা বিষয় এসেছে। কোনো ভরকে চেপে তাকে শোয়ার্জচাইল্ড ব্যাসার্ধ থেকে ছোটো করলে সেখানে মহাকর্ষ বল এতো তীব্র হয় যে সেটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সেটা একটা ব্ল্যাক হোল হয়ে যাবে। সূর্যের শোয়ার্জচাইল্ড ব্যাসার্ধ ৩ কিলোমটার, পৃথিবীর ৯ মিলিমিটার! (শোয়ার্জচাইল্ড ব্যাসার্ধ থেকেও আমার কাছে শোয়ার্জচাইল্ডের জীবনীটুকু বেশী চমকপ্রদ মনে হয়!)
খালেদ হাসান, দশম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা।
প্রশ্ন : ফ্রিজের ভেতর বোতলে পানি রাখলে পুরো পানিটাই বরফে পরিণত হয়, কিন্তু নদী বা সাগরের পানি বরফ হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র পানির উপরিভাগ বরফে পরিণত হয়। পুরোটা হয়না কেন?
উত্তর : ফ্রীজের বোতলের পানির চারিদিক সমান ঠান্ডা তাই পুরোটা একসাথে ঠান্ডা হয়। নদী সাগরে ঠান্ডা হয় উপর থেকে, কাজেই উপরের অংশটা আগে বরফ হয়। বরফের ঘনত্ব পানি থেকে কম, তাই সেটা ভেসে উপরে উঠে যায়। বরফ তাপ অপরিবাহী, তাই বরফ নিচের পানিটাকে আরো ঠান্ডা হওয়া থেকে রক্ষা করে। নিচের পানি জমে যায় না, তাই মাছ, তিমি, শুশুক এসব বেচে থাকতে পারত। বরফের ঘনত্ব যদি পানি থেকে বেশী হতো তাহলে এটা হতো না, পুরো নদী সমুদ্র জমে যেতো, সব জলজ প্রাণী মরে শেষ হয়ে যেতো। কী বাঁচা বেঁচে গেছি আমরা!
কাব্য। প্রথম শ্রেণি।লালমনিরহাট।
প্রশ্ন : আমার প্রশ্ন হচ্ছে যে দিনের বেলা আকাশে তারা দেখা।যায় না কেন? ধন্যবাদ ভালো থাকবেন
উত্তর : কে বলেছে দেখা যায় না? যখন পরিপূর্ণ সূর্য গ্রহন হয় তখন দিনের বেলাতেও তারা দেখা যায়! আইন্সটাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির প্রথম প্রমানটি এরকম দিনের বেলায় পরিপূর্ণ সূর্য গ্রহনের সময় তারার ছবি তুলে বের করা হয়ছিল। এতক্ষনে নিশ্চয়ই বুঝে গেছ দিনের বেলা আকাশে এত আলোর ছড়াছড়ি থাকে যে আমরা খুব কম আলোর তারাগুলো দেখতে পাই না।
হৃদয় রায়,শ্রেনী: একাদশ,ফেনী
প্রশ্ন : আপনার কি মনে হয় বর্তমানে সৃজনশীল পদ্ধতির যথার্থ প্রয়োগ হচ্ছে?যেখানে আমাদের পাঠ্যবইয়ের টপিকগুলো না বুঝিয়ে মুখস্ত করানো হচ্ছে। সৃজনশীলের পরিমান বাড়িয়ে দেয়া কি যৌক্তিক সিদ্ধান্ত?
উত্তর : তোমাকে মুখস্ত করতে বলেছে কে? মুখস্ত কর না, তাহলেই হয়। সৃজনশীলের পরিমান বাড়িয়ে দেয়ার ব্যাপারটা বুঝতে পারলাম না। ভালো জিনিষ যত বেশী ততই ভালো!
সাকিব ঢাকা
প্রশ্ন : চাদেঁর নিজের আলো নেই কেন?
উত্তর : গাছপালা নদী নালা, পাথর কয়লা কারোই তো নিজের আলো নেই, বেচারা চাঁদকে দোষ দিচ্ছ কেন? যেগুলো আলো তৈরী করতে পারে সেগুলো ছাড়া কারোই তো নিজের আলো নেই।
মন্তব্য ( ৩ )
মন্তব্য করতে হলে আগে লগ ইন করুন
এখানে অনেক কিছু রয়েছে। ভিডিওটি দেখে ভালো লাগলো।
Very nice
too gd