None

10 August, 2017


এসো মিলি জীবনের আনন্দে’ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার উপকণ্ঠে সাভারের সন্নিকটে ধামরাইয়ে একবারেই প্রকৃতির অপরূপ পরিবেশে খোলামেলা সুবিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে চিত্তবিনোদনের জন্য পার্ক। পার্কটির নাম রাখা হয়েছে ‘আলাদিন্স’ পার্ক। শুধু একা বা নিজের জন্য নয়, পরিবারের সবার উপযোগী এই পার্কে শিশুদের জন্য রয়েছে চিত্তবিনোদনের আধুনিক ব্যবস্থা। সাভার উপজেলা সদর থেকে নদীপার হয়ে মাত্র কয়েক মিনিটের পথ। আবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা/কুল্লা বাসস্ট্যান্ডের ব্রিজের দক্ষিণে কুল্লা ইউনিয়নের সিতি এলাকায় পার্কটি অবস্থিত। এই পার্কে রয়েছে ওয়াটার পার্ক ও রিসোর্ট, সুবিশাল ড্রাই পার্ক ও আর্টিফিশিয়াল লেক। বড় ও ছোটদের জন্য অত্যাধুনিক রাইড। এছাড়া রয়েছে সুবিশাল পিকনিক স্পট এবং কনভেনশন হল। বড় ও ছোটদের জন্য বিনোদনের রাইডগুলোর মধ্যে রয়েছে বাম্পার কার, বুল রাইড, ডাবোল ডেক কেরোসেল, স্পিড স্পিনিং কার, হাইড্রলিক পেন্ডুলাম, সুপার সুয়িং, মিনি সুইট ড্যান্সিং, কিডি বল গান, মিনি গেমস, ট্রেন, কিডি রাইডস্ জোন, প্যালে বোট ও ডায়ানামিক সিনেমা হল। কর্মব্যস্ত ক্লান্ত জীবনে একটু প্রশান্তির জন্য স্বপরিবারে রাত যাপন করতে পারেন এ পার্কের ভেতরেই রিসোর্ট সেন্টারে। এখানে রয়েছে আধুনিক মানের কক্ষ। এতে রয়েছে উন্নতমানের বিছানা ও অন্যান্য জিনিসপত্র। আপনি ইচ্ছে করলে রুমে বসেই যেকোনো ধরনের খাবারের অর্ডার করতে পারেন। এই পার্কে বিনোদনের পাশাপাশি পরিবার-পরিজন এমনকি সংগঠন/সমিতির সভা-সমাবেশ করার জন্যও রয়েছে কনভেনশন হল এবং সুবিশাল পিকনিক স্পট। ২০১৬ সালে ধামরাইয়ের আলাদিন্স পার্কটি এই এলাকার সংসদ সদস্য এম.এ মালেক উদ্বোধন করেন। এই পার্কের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন বলেন, নিজেকে পরিচিতি করার প্রত্যয় নিয়ে শুধু মানুষের বিনোদনের জন্যই এই পার্ক করেছি। আলাউদ্দিন বলেন, আমার আরও আধুনিকমানের একটি পার্ক রয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বেতবাড়ি, এনায়েতপুরে। তিনি জানান, সেই আলোকে পার্কটি করা হয়েছে এবং বিনোদনপ্রেমিদের সব ধরনের চাহিদা পূরণের চেষ্টা করা হয়েছে।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর