None

22 August, 2017


শিক্ষা শব্দটি কি শুধুই একটি শব্দ মাত্র?আজকে বর্তমান সমাজের দিকে তাকালে মনে হয় যে শিক্ষা শুধুই একটি শব্দ এর লক্ষ্য যেন বাবা মা ছোটো থেকেয় নির্ধারণ করে দিয়েছেন টাকা উপার্জনের পাথেয়।ছোটোদের যেভাবে পরিচালনা করা হয় তারা সেভাবেই বেড়ে উঠে।ছোটো বেলায় যখন বলা হত "পড়ালেখা করে যে গাড়ি ঘোরায় চরে সে"আসলে বাবা -মা'র উদ্দেশ্য যে ভালো তা বলার অপেক্ষা রাখে না কিন্তু শিশু যে সেইটা নিয়ে লালন করছে, সেইটা নিয়ে বেড়ে উঠছে সেদিকে কোনো লক্ষ্য নেই। বিদ্যালয়ের শিক্ষরাও শিশুদের বড় স্বপ্ন দেখাতে ভয় পায়।শিশুদের শিক্ষার আসল উদ্দেশ্যটা ওগোচরেই থেকে যায়। বিদ্যালয়ে সে শিক্ষার কোনো দাম নেই যেই শিক্ষার ততক্ষনাত বাজারমূল্য নেই।বাংলাদেশ এর শিক্ষা ব্যবস্থাপনা ঠিক একি রকম। শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া একটা শিক্ষা ব্যবস্থা। তাহলে জাতির উন্নতির কথা আশা করাটা কি আকাশে অট্টালিকা বানানোর মতই না?? মানুষ মুরগিপোষে কেন জানেন? মুরগির মাংস ও ডিম খাওয়ার জন্য। আর আজ আমরা শিক্ষার্থী পুষছি যাতে দুই হাতে টাকা উপার্জন করে মুরগি কিনতে পারে ও ভোগ করতে পারে। আজকে আমাদের হিনমানসিকতার জন্য আদর্শ জাতি গড়ে উঠছে না। সোনার বাংলা গড়ে তুলতে পারছি না। আমাদের আদর্শ জাতি গঠনের অন্তরায় এসব মানসিকতা। এর দায়ভার কে নিবে?এর দায়ভার থেকে কি অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মুক্তি পাবেন?প্রত্যেকের কাছে প্রশ্ন রইল..... Selim Sarwar Shadhin St Joseph College, Dhaka


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর