শিক্ষাঞ্চল কালীগঞ্জে “কিশোর সাংবাদিকতা” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

07 August, 2018

কর্মশালা শেষে সকল অংশগ্রনণকারী শিক্ষার্থীবৃন্দ।



'আমরা কিশোর, আমাদের চারপাশ' শ্লোগানকে সামনে রেখে কিশোর সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চবিদ্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয় । এতে অংশ গ্রহন করে রংপুর ও লালমনিরহাট জেলার ১৮ টি স্কুলের ও কলেজের ১৪০ জন শিক্ষার্থী ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গেরিলা লিডার মুক্তিযোদ্ধা ড. এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- রংপুর বিভাগের এনটিভি‘র সিনিয়র স্টাফ রিপোর্টার একেএম মইনুল হক। কিশোর সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালাটি আয়োজন করেন টুয়েলভ স্টার স্কুল , শিক্ষাঞ্চল কালীগঞ্জ, লালমনিরহাট।

এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতা বৃদ্ধি, পাঠ্যসূচির আওতায় দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণনা, ক্ষুদে বার্তা, প্রতিবেদন লেখা বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জিত হবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন-ন্যাশনাল ডিভেট ফেডারেশন বাংলাদেশ-এর কো -চেয়ারম্যান সৈকত আব্দুর রহিম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম। কর্মশালায় কিশোর সাংবাদিকতার গুরুত্ব, সংবাদ কাঠামো, সংবাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর