None

24 August, 2017


ভাষা আন্দোলনে ঢাকার বাইরে যে জেলাগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, তার মধ্যে অন্যতম পাবনা। ১৯৪৮ সালে পাকিস্তানের কেন্দ্রীয় পার্লামেন্টে বাংলাকে প্রাদেশিক ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব নাকচ হওয়ার পর সারাদেশের মতো পাবনাতেও শুরু হয় আন্দোলন। মুসলিম লীগ নেতা দেওয়ান লুৎফর রহমানের বাসায় গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। লুৎফর রহমানকে আহ্বায়ক এবং আমিনুল ইসলাম বাদশা ও মহাবুবুর রহমানকে যুগ্ম-সম্পাদক করে কমিটি গঠন করা হয়।১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বানে পাবনা শহরে পূর্ণ ধর্মঘট পালিত হয়। সকাল ১০টায় পাবনা এডওয়ার্ড কলেজ থেকে সমবেত ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে চারজনের একটি ক্ষুদ্র মিছিল নিয়ে অগ্রসর হলে মিছিলটি ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। মিছিলকারীদের বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হতে থাকে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই-তা-না-হলে ছাড় নাই’। নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে মাত্র একবছরেই জেলার ১৭০১টি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মিত হয়েছে শহীদ মিনার।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর