সরকারি হলো গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় সহ ৪৩টি

26 September, 2018

গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়



নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপাঃ 

আরো ৪৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ৪৪টি এবং ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়। এ নিয়ে এ মাসে ৮৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো।সোমবার সরকারি হওয়া মাধ্যমিক বিদ্যালয়গুলো হচ্ছে, চট্টগ্রাম দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী মডেল উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বাহুবলের দীননাথ ইনস্টিটিউট সাতকাপন মডেল হাইস্কুল, কক্সবাজার পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল পাইলট উচ্চবিদ্যালয়, মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ, শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, যশোর, যশোরের বাঘারপাড়া পাইলট মডেল উচ্চবিদ্যালয়, রংপুরের গংগাচড়া মডেল উচ্চবিদ্যালয়, বরিশালের, উজিরপুর উপজেলার ডব্লিউ. বি. ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন, বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং মুলাদী মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট কচুয়া উপজেলার সি.এস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল আগৈলঝাড়া গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, বরিশালের বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পাবনা ঈশ্বরদী, সাড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভোলার চরফ্যাশন টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজ এবং পোরশা উপজেলার নিতপুর মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ, পাবনার আটঘরিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরের ভাঙ্গা মডেল পাইলট উচ্চবিদ্যালয় এবং নগরকান্দা উপজেলার এম এন অ্যাকাডেমি (মডেল স্কুল), ভোলার মনপুরা হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালীর গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং কলাপাড়ার খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহী বাঘার আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁও জেলার হরিপুর পাইলট উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ জেলার ফুলপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়, জামালপুর জেলার ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুল, টাঙ্গাইল জেলার ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন এবং কালিহাতি আর এস পাইলট মডেল উচ্চবিদ্যালয়, মির্জাপুর এস কে পাইলট মডেল উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার শহীদ সুদর্শন উচ্চবিদ্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার কাচালং মডেল উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ধোবাউড়া বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়, দিনাজপুর জেলার পার্বতীপুর বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়, চট্টগ্রামের রাউজান আর আর এ সি মডেল হাই স্কুল রংপুরর পীরগাছা জে এন মডেল উচ্চবিদ্যালয়, দিনাজপুর কাহারোল, রামচন্দ্রপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাইস্কুল।

http://www.shikkhatotthow.com/2018/09/blog-post_744.html


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর