অভিনন্দিত সিংগাইর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নন্দিত শিক্ষক আলতাফ হোসেন সংবর্ধিত

01 October, 2018

মানিকগঞ্জ জেলার প্রশাসক এর হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করছেন অভিনন্দিত বিদ্যালয়ের নন্দিত শিক্ষক মো: আলতাফ হোসেন



গত ৩০ সেপ্টেম্ব, ২০১৮ ৪৭ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের ফুটবল ও হ্যান্ডবল দল( ছেলে) মানিকগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ায় প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক এসএম ফেরদৌস কর্তৃক খেলোয়াড়দের ফুটবল প্রদান ও সংবর্ধণা অনুষ্ঠান সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্রাম হোসাইন। অনুষ্ঠান শেষে জেলা শ্রেষ্ঠ শিক্ষক ও সফল প্রশিক্ষক হিসেবে বিশেষ অবদান রাখায় সাবেক জাতীয় ক্রীড়াবিদ, মানিকগঞ্জ জেলা গ্রীন ক্লাব চেয়ারম্যান, সাংবাদিক ও কলামিস্ট মো. আলতাফ হোসেনের হাতে সম্মাননা পদক তুলে দেন। এছাড়াও কোচ মো.সোহরাব হোসেনকে সম্মাননা এবং কৃতি খেলোয়াড়দের হাতে ফুটবল ও হ্যান্ডবল প্রদান করেন প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক এসএম ফেরদৌস। অন্যদিকে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের মেয়ে ফুটবল ও হ্যান্ডবল দল উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদেরকে পুষ্পমাল্য প্রদান করা হয়।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমতুল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সিংগাইর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো.শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক আবুল হোসেন, আব্দুল ওহাব, শাজাহান দুলাল, তপন কুমার, হারুন অর রশিদ, মোহাব্বত হোসেন, সুবল চন্দ্র,শাহিনুর আক্তার, শারমীন সুলতানা, রীনা দাস ও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,সাংবাদিক,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। উপস্থাপনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিজুর রহমান বাদশা।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর