৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় ও গ্রীন ক্লাবের ব্যতিক্রমী উন্নয়নমূলক কার্যক্রম

08 October, 2018

শুভেচ্ছা পুরুস্কার গ্রহণ করছেন মো: আলতাফ হোসেন



উন্নয়ন মেলায় সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় ও গ্রীন ক্লাবের ব্যতিক্রমী উন্নয়নমূলক কার্যক্রম: উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ গত ৪-৬ অক্টোবর ৩ দিন দেশ ব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি ঘটে। উদ্বোধনী দিনে মেলার শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে সিংগাইর উপজেলা প্রশাসন। মানিগঞ্জের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সিংগাইর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ,পরিবেশ, শিক্ষা প্রচার ও প্রকাশনা বিষয়ক সংগঠন গ্রীন ক্লাব মানিকগঞ্জ সহ অন্যান্য বিদ্যালয়, সংগঠন, সংস্থা এ র‍্যালিতে অংশ নেয়। এছাড়াও সরকারী,বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ এ র‍্যালিতে অংশগ্রহণ করেন। উপজেলা চত্ত্বরে আয়োজিত উন্নয়ন মেলায় বেশ জাঁকজমকপূর্ণভাবে সরকারী বেসরকারী, স্কুল, কলেজ, সংগঠন, সংস্থাসহ মোট ৫০টি স্টল বসে। লিফলেট, ব্যানার ও ফেস্টুন টাঙ্গনো হয় স্টলগুলোতে।অন্যান্য স্টলের মধ্যে জেলা শ্রেষ্ঠ সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়টির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড প্রজেক্টোর, আলোকচিত্র ও ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হয়। এদিকে গ্রীন ক্লাব,মানিকগঞ্জ সংগঠনটি পরিবেশ বিষয়ক লিফলেট, ব্যানার,ফেস্টুন,বই,ম্যাগাজিন, সাময়িকীর মাধ্যমে স্টলে শিক্ষা ও পরিবেশসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হয় ভিডিও ও আলোক চিত্রের মাধ্যমে গ্রীন ক্লাব নামক পরিবেশবাদী সংগঠনির মাধ্যমে। সমাপনি দিনে অন্যান্যদের মধ্যে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়সহ গ্রীন ক্লাব, মানিকগঞ্জকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। আর এ শুভেচ্ছা স্মারকটি সংগঠনটির চেয়ারম্যান, সাবেক জাতীয় ক্রীড়াবিদ, সাংবাদিক ও কলামিস্ট মো. আলতাফ হোসেনের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমত উল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর