মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, আমাদের দেশ আমরাই গড়ি

29 November, 2018

সারাদেশ মেতেছে বিজয় ফুল উৎসবে, তাই কিশোর বাতায়নও তোমাদের জন্য নিয়ে এলো ফুলবন্ধু কুইজ প্রতিযোগিতা



প্রিয় কিশোর বাতায়ন শিক্ষার্থীবৃন্দ,

তোমরা অংশগ্রহণ করো আর জিতে নাও পুরষ্কার।

ফুলবন্ধু কুইজ প্রতিযোগিতা-

দেশ কে ভালোবাস, দেশ কে জানো...

প্রতিযোগিতার নিয়ম সমূহ-

# মোট পর্ব কয়টি ?

ফুলবন্ধু কুইজে ৭টি পর্ব রয়েছে ।

পর্ব সমূহ হলো :-

১) ৭ জন বীরশ্রেষ্ঠ এর জীবনী ও যুদ্ধের ইতিবৃত্ত ।

২) স্বাধীনতার পটভুমি, ঘোষনাপত্র, ২৫শে মার্চ এর গনহত্যা ।

৩) মুজিবনগর সরকার, শপথ, প্রবাসী সরকার এর প্রতিনিধি ।

৪) মুক্তিযুদ্ধের সেক্টর, সাব সেক্টর, ব্রিগেট ফোর্স, সেক্টর কম্যান্ডার ।

৫) মুক্তিযুদ্ধের গান, কবিতা, চলচিত্র, উপন্যাস, অনুষ্ঠান ।

৬) শহিদ বুদ্ধিজীবী, গেরিলা যুদ্ধ, রাজাকার বাহিনী, ক্রাক প্লাটুন, মিত্র বাহিনী, বিশ্ব জনমত ।

৭) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বিজয় ও স্বীকৃতি, সরকার ও সংবিধান ।

# প্রতি পর্বে কয়টি প্রশ্ন থাকবে।

প্রতি পর্বে ১০ টি করে কুইজ এর উত্তর দিতে হবে ।

# প্রতি রাউন্ডে কয়টি প্রশ্ন সঠিক উত্তর দিতে হবে ?

নূন্যতম ৫ টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পরবর্তী পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

# কারা অংশ গ্রহণ করতে পারবে ?

কুইজে ৬ষ্ঠ-৮ম শ্রেণী ক গ্রুপ এবং ৯ম থেকে ১২শ শ্রেণী “খ” গ্রুপ হিসেবে অংশগ্রহন করবে ।

# দিনে কয়বার খেলায় অংশ নেওয়া যাবে ?

একজন শিক্ষার্থী দিনে সর্বোচ্চ দুইবার একটি পর্বে অংশগ্রহন করতে পারবে ।

# কুইজে অংশ গ্রহণের শেষ সময় ?

শিক্ষার্থীরা ১৩ ডিসেম্বরে, ২০১৮ পর্যন্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে।

**************

ফুলবন্ধুতে রেজিস্ট্রেশন করুন- নিম্নোক্ত তথ্যাদি দিয়ে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করুন।

নাম, স্কুল, শ্রেণি, রোল, জেলা, উপজেলা, আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড....।

সকলের জন্য শুভ কামনা।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর