বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান

12 December, 2018

বীরশ্রেষ্ঠ হামিদুর রহামান



প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ "বীরশ্রেষ্ট" উপাধি দেওয়া সাতজনের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন(মাত্র ১৮ বছর) মোহাম্মদ হামিদুর রহমান(১৯৫৩-১৯৭১)।তাঁর জন্ম তদানীন্তন যশোর জেলার মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামে।সেখানেই তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন।১৯৭০ সালে তিনি সেনাবাহিনীতে সিপাহি পদে যোগ দেন।প্রশিক্ষণের জন্য তাঁকে পাঠানো হয় চট্টগ্রামের ইস্ট বেংগল রেজিমেন্ট সেন্টারে।১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনীর আক্রমনের মুখে চাকরিস্তল থেকে তিনি নিজ গ্রামে চলে আসেন।পরদিনই মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য তিনি চলে যান সিলেটের ধলই বর্ডার আউটপোস্ট এ।১৯৭১ সালে প্রথম ইস্ট বেংগলের সি কম্পানির হয়ে ধলই সীমান্তের ফাঁড়ি দখল করার অভিযানে সংগীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন।পাহাড়ি খালের মধ্য দিয়ে বুকে হেঁটে গ্রেনেড নিয়ে আক্রমণ করেন।দুটি গ্রেনেড সফলভাবে মেশিনগান পোস্টে আঘাত হানার পর তিনি গুলিবিদ্ধ হন।একপর্যায়ে শহীদ হন এই মহান যোদ্ধা। ফাঁড়ি দখলের পর মুক্তিযোদ্ধারা তাঁ লাশ উদ্ধার করেন।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর