তাঁর নেতৃত্বেই স্বপ্নের বাংলাদেশ....

12 December, 2018

MASHRSFI,the legend of BANGLADESH.



সেইবার আবহাওয়ায় শীতের আমেজ।আবহে বাংলাদেশ ক্রিকেটের শীতনিদ্রা না ভাঙার হাপিত্যেশ। এবারো শীতের আমেজ রয়েছে ঠিক।তবে আবহে হাপিত্যেশের জায়গা নিয়েছে আশার গান।যে গানের সুরে সুরে অত্যাশ্চর্য অর্জনের স্বপ্নে বিভোর ১৬ কোটি ক্রিকেটপ্রাণ। বাংলাদেশ ক্রিকেটে চার বছর আগ-পরের চিত্রে কি আশ্চর্য বৈপরীত্য!! ২০১৪ সালে এমন শীত শীত সময়ে কি ভীষণ হন্য হয়েই না একটি জয় খুঁজছিল বাংলাদেশ!২০১৮ সালে সে জয় আর সোনার হরিণ না,যেন পোষা হরিণ। ২০১৪ সালটি ছিল ভয়াল গ্রহণকালের।অন্ধকারের থাবায় পথ হারানোর দশা বাংলাদেশ ক্রিকেটের।কোথাও আলোর রেখা নেই;কোনো প্রতিপক্ষের বিপক্ষে নেই জয়ের খোঁজ! বছরের প্রথম ১৩ টি ওয়ানডে ম্যাচের একটিতেও জেতে না বাংলাদেশ..কি করুণ দশা বাংলাদেশ ক্রিকেটের.......!হারে শ্রীলংকা,ভারত,ওয়েস্ট ইন্ডিজ এমনকি সেই সময়ের পুঁচকে আফগানিস্তান এর কাছেও। বছরের শেষদিকে মাশরাফির নেতৃত্বে দল ঘুরে দাঁড়ায় বলে রক্ষা।দুঃস্বপ্নের পাঘলাঘোড়াকে বশ মানিয়ে সাফল্যের টাট্টুঘোড়া ছোটান তিনি এরপর।অন্ধকারের রঙ না চিনে তিনি চিনলেন শুধু আলোটাই.... চার বছর পর এবার সেই টাট্টুঘোড়া আরো বেশি গতিশীল,আরো বেগবান।তাইতো ২০১৯ বিশ্বকাপ ঘিরে বড় স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছি আমরা মানে মাশরাফির বাংলাদেশ.... .......স্যালুট মাশরাফি বিন মরতুজা.........


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর