জাতীয় সংসদ পরিদর্শনের অভিজ্ঞতা

12 December, 2018

জাতীয় সংসদে অধিবেশন চলছে - ছবি: সংগৃহীত



সংসদের অধিবেশন দেখার খুব ইচ্ছে ছিল। কারা দেশ চালাচ্ছে দেখতে হবে না? সারাদেশে বাজেট নিয়ে কি আলোচনা-সমালোচনা-পর্যালোচনাটাই না হচ্ছে! সংসদেও তার ব্যতিক্রম না। চলছে বাজেট আলোচনা.... গতকাল (১৮ জুন,২০১৮) অধিবেশন দেখার জন্য গিয়েছিলাম;কিন্তু ভাগ্যক্রমে ডকুমেন্ট জটিলতার কারনে আর অধিবেশন দেখা হয়নি (ভাগ্যক্রমে বললাম কারণ,গতকাল অধিবেশন কক্ষে ডুকতে পারলেও মাননীয় প্রধানমন্ত্রীর দেখা পেতাম না) আজ সবকিছু ঠিকঠাক করে আবার গেলাম! রিসেপশনে গিয়ে এমপি মহোদয়ের সুপারিশটা দেখালাম,দায়িত্বরত কর্মকর্তা বলল, 'এই সুপারিশে সংসদ সচিবালয়ের সিলসহ ভ্যারিফিকেশন লাগবে'। আমি জিজ্ঞেস করলাম,'স্যার,কিভাবে আর কোথায় যেতে হবে এজন্যে?' উনি বললেন, 'কোথায় যাবেন আপনি?,আপনি গেলে ৩ ঘণ্টা সময় লাগাবে,নাস্তা করার জন্য কিছু দেন;আমি ব্যবস্থা করে নিব'! শুনে আমি জ্ঞান হারিয়ে ফেললাম; যখন জ্ঞান ফিরল তখন মনে পড়ে গেল রমজান মাস তো শেষ! ওখান থেকে বের হয়ে আসলাম,অর্ধ পরিচিত এক পিএস এর সাথে দেখা হয়ে গেল। উনি আমার সুপারিশটা নিয়ে ৫ মিনিটের ভিতর ভ্যারিফিকেশন করে এনে দিলেন... ওনাকে ধন্যবাদ দিয়ে আবার রিসেপশনে গেলাম,ভ্যারিফিকেশন সহ সুপারিশ পত্রটা ওই কর্মকর্তাকে দিলাম;উনি একটু অবাক হলেন! তারপর,রিসেপশন থেকে আমার ফোনটা নিয়ে নিল,আর একটা পাস আর কার্ড গলায় ঝুলিয়ে দিল! শুরু হলো আমার অধিবেশন যাত্রা! আমি সাথে করে এমন কিছুই নিয়ে যায়নি যেটা আমার প্রবেশ আটকে দিতে পারে! কঠিন নিরাপত্তা বলয় ভেদ করে মুল ভবনে প্রবেশ করলাম। কিছু দূর যেতেই সবকিছু গুলিয়ে ফেললাম! দেওয়ালে ঘনঘন পথ নির্দেশনা বাংলা ও ইংরেজিতে লেখা আছে। পড়ে পড়ে এগিয়ে যেতে লাগলাম। একটা সময় আসল,যখন নির্দেশনাও গুলিয়ে ফেললাম! নিজেকে ওই সময়ের জন্য নিরক্ষর মনে হচ্ছিল! মনে হলো,লুই আই কানের সৃষ্টির গহ্বরে হারিয়ে যাচ্ছি! ভার্সিটির এক ভাই আমাকে বলেছিল,আমাদের সংসদ ভবন এক রহস্যময় জায়গা,আজ সেটা হাড়ে হাড়ে বুঝেছি! বিশেষ করে,যারা আমার মতো প্রথম বার যাবেন তারা ঠিকই বুঝবেন! যায় হোক,অবশেষে দায়িত্বরত গার্ডদের সাহায্য নিয়ে ঘুরতে ঘুরতে অধিবেশনের দর্শনার্থী গ্যালারিতে গেলাম! ওমা,এখানেও চেক! অনেকটা ঘরের ভিতর মশারির মতো,তবে সাধারণ ঘর না.. ছিদ্রহীন টাইটেনিয়ামের ঘরের ভিতর মশারি! অফিসার: পকেটে কিছু নেই তো? আমি: জ্বী স্যার,চাবি আছে। অফিসার: ওটা জমা দাও। আমি: জ্বী স্যার। অফিসার: এটা কি? আমি: স্যার,কলম। অফিসার: ওটাও দিয়ে দাও। আমি: স্যার,বেল্টটাও দিব? (মনে মনে) গ্যালারিতে ঢুকলাম,বিমোহিত হলাম! এতকাল ভিডিও তে যা দেখেছি,তার থেকেও অসম্ভব সুন্দর! নির্ধারিত সিটে বসলাম, এক এমপি মহোদয় বাজেটের উপর বক্তৃতা করছিল... মাননীয় প্রধানমন্ত্রীকে খুঁজিতেছিলাম.. প্রথমেই উনাকে খোঁজার কারন আমি উনাকে কোনদিন দেখি নাই। দেখলাম,একেবারে প্রথম সিটে বসে আসেন... অতি মনোযোগ দিয়ে বক্তৃতা শুনছেন! উনাকে খুব সাধারণ মনে হচ্ছিল! তাকে দেখে অন্যরকম একটা অনুভুতি হলো সেটা বর্ণ দিয়ে নাইবা লিখলাম! আমিও বক্তৃতা শুনছি,একটু গালে হাত দিয়ে বসতেই পেছন থেকে এক ক্যাপ্টেন (উনি গার্ড,তবে পোশাক দেখে প্রথমে ক্যাপ্টেন মনে হয়েছিল) আমাকে বলল,'এখানে গালে হাত দিয়ে বসা যাবেনা'। কিছুক্ষণ পর একটু ঝুকে বসতেই আবার ক্যাপ্টেনের হুশিয়ারি, 'সোজা হয়ে বসো'! কি বিপদ রে বাবা! ৩ ঘণ্টা পর ক্যাপ্টেনের অনুমতি নিয়ে অধিবেশন কক্ষের বাইরে আসলাম! ক্যাফেটেরিয়াতে গিয়ে কিছু খেয়ে আবার যখন ডুকব তখন আবার চেক! এবার আর কিছু পেল না,কিইবা পেত? কলমটাও তো নিয়ে নিল তখন! মাননীয় মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বক্তৃতা করছিলেন,এমপি মহোদয়রা মাঝে মাঝে তাদের স্পেশাল তালি বাজাচ্ছিলেন! তার বক্তৃতা শুনে আমিও তালি দিলাম (সামনে ডেস্ক ছিলনা,তাই স্পেশাল তালি দিতে পারিনি,এমনিতেই কিছুদিন আগে একজন থেকে ওটা শিখছি) আবার বোধহয় ক্যাপ্টেনের রোষানলে পড়তে হবে! কিন্তু,উনি কিছু বললেন না,একটু মুচকি হাসি দিয়ে বলল,'এখানে তালি দেওয়া নিষেধ'! মারাত্মক পরিস্থিতিতে পড়ে গেলাম,না পারছি কথা বলতে, পারছি না তালি দিতে আর নাতো নড়তে! ওরা আমার স্বাধীনতা কেড়ে নিছে! ইতোমধ্যেই,মাননীয় প্রধানমন্ত্রী কক্ষ ত্যাগ করলেন! আমিও নিজেকে মুক্ত করে বের হয়ে আসলাম। কিন্তু Exit এর পথ খুূঁজে পাচ্ছিলাম না। একজনকে বলতেই উনি লিফট দেখিয়ে দিলেন! লিফটে চড়ে দাঁড়ালাম.... লিফট চলছে,নিজেকে ভর শুন্য লাগছে! থার্ড ফ্লোরে লিফট থামল! একি! স্বয়ং ওবায়দুল কাদের স্যার লিফটে ঢুকলেন! আসি সালাম দিয়ে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম! আমার মাত্র দু-হাত দূরে তিনি দাঁড়িয়ে আছেন! নিজের হারানো ভর আবার উনাকে দেখে ফিরে পেলাম! গ্রাউন্ড ফ্লোর আসতেই উনি একদিকে গেলেন,আর আমি বিপরীত দিকে! তারপর,আমি ফর্মালিটিস শেষ করে বসায় চলে আসলাম। আর এভাবে আমার রোমাঞ্চকর অভিযানের যবনিকা নামল! © শেখ শাকিল হোসেন; ১৯ জুন,২০১৮


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর