ধন্যবাদ কিশোর বাতায়ন...

13 December, 2018

আমরা সুন্দর,আমরা শিশু-কিশোর..গাই নতুন জীবনের গান।



কিশোর বাতায়ন সত্যিই আমাদের মত কিশোর-কিশোরীদের জন্য সুফল বয়ে এনেছে।যখন এই "কিশোর বাতায়ন" ছিল না তখন বেশিরভাগ কিশোর-কিশোরীরাই ফেইসবুক,টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসক্ত হয়ে পড়েছিল।ইতিবাচক প্রভাব যে ফেলেনাই তা আমি বলবনা তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নেতিবাচক প্রভাব ই ফেলেছে,হয়েছে সময় নষ্ট,হয়েছে পড়ালেখার ও ক্ষতি।তবে এই "কিশোর বাতায়ন" হওয়াতে অনেক অনেক সুফল ভোগ করছি আমরা।আমাদের যেকোন মতামত(যেমন:খেলা,শিক্ষা,সংস্কৃতি,মুক্তিযুদ্ধ,কবিতা ইত্যাদি) এর মাধ্যমে প্রকাশ করতে পারছি।প্রথমে এই কিশোর বাতায়ন সম্বন্ধে আমিও জানতাম কিছু।আমার বিদ্যালয়ের শিক্ষক জনাব রাসেল ঊদ্দিন স্যারের উৎসাহে কিশোর বাতায়নের সদস্য হই।এরপরপরই বুঝতে পারি কেন স্যার কিশোর বাতায়নের সদস্য হতে বলেছিলেন। ****ধন্যবাদ কিশোর বাতায়ন,ধন্যবাদ স্যার আপনাকে********


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর