বর্তমানের পৃথিবীর করুণ অবস্থা

21 December, 2018

পরিবেশ দূষণের বাস্তব রূপ



সৃষ্টির শুরু অবধি পৃথিবীতে পরিবর্তন ঘটেছে প্রচুর কিন্তু এ পরিবর্তন শুধু মাত্র উন্নতির দিক দিয়েই ঘটেনি এর সাথে সাথে পরিবেশ তার নিজস্ব পরিচয় পরিবর্তন করতে বাধ্য হয়েছে ,অবশ্য এখানে পরিবর্তন করতে বাধ্য হয়েছে বলার চেয়ে বাধ্য করা হয়েছে বলা উচিত । কারণ এ পর্যন্ত পরিবেশ দূষণ কোনোটাই প্রাকৃতিক কারণে হয়নি।ছোটবেলা থেকেই "বাংলাদেশ ও বিশ্ব পরিচয় "-এ আমরা পড়ে আসছি পরিবেশ দূষণ রোধে আমাদের কী করণীয় যা আমরা পড়েছি এবং পরীক্ষার খাতায় লিখেই আসছি কিন্তু এ করণীয়-র কোনোটাই বাস্তব জীবনে প্রয়োগ করেছি কী ? হয়তোবা অনেকেই বলবেন অমুক লোকের ঘরের ময়লা পানি আমার জমির মাটিকে দূষিত করছিল তাই আমি তাকে এ বিষয়ে সচেতন করে তুলি এবং সে ঐ কাজটি করা বন্ধ করে দেয় । আচ্ছা এ কথাটি একবারও ভেবে দেখেছেন আপনার জমির ক্ষতি হয়েছিল বলে আপনি তাকে এ কাজ করতে নিষেধ করেছেন কিন্তু পৃথিবীর জন্য আপনি কি করেছেন ? যেমন ধরুন আপনি পলিথিন ব্যবহার করছেন তবে তা বেআইনি সেটা আপনি জানেন কিন্তু আপনি বলছেন যেহেতু দশজনে এটা করে সেহেতু এটা আমি করলে সমস্যা কী ? কেন আপনি অন্য জনকে দেখে কোনো ভালো কাজ করা শুরু করবেন , কেন আপনাকে দেখে যদি অন্য জন অনুপ্রাণিত হয় তাতে সমস্যা কী ? যাই হোক অনেক কথাই বলে ফেললাম । কারো যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করে দেবেন , কারণ ভুল তো মানুষেরই হয়ে থাকে । পরিশেষে বলতে চাই, আমাদের সকলের চেষ্টাতেই পৃথিবীর পুরনো স্মৃতি আবারো হয়ে উঠতে পারে বর্তমান।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর