রশিদিয়া দাখিল মাদরাসায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন।

26 March, 2019


“বাঙ্গলী জাতীর ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন হল স্বাধীনতা।আর স্বাধীনতার

         মাহানায়ক হলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’’

                           মুহাম্মদ মুয়ীনুল ইসলাম

অদ্য ২৬শে মার্চ ২০১৯খ্রিঃ রোজ মঙ্গলবার শহরতলী রশিদিয়া দাখিল মাদরাসায় মহান স্বাধীনতা  দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন,সাংস্কৃতিক প্রতিযোগিতা,আলোভনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার সুপার, a2i এর ICT 4E জেলা অ্যাম্বাসেডর ও সিলেট জেলার নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মাওলানা মুহাম্মদ মুয়ীনুল ইসলামের সভাপতিত্ব ও সৈয়দ ফয়জুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন জনাব সহ-সুপার মাওঃউসমান গনী ,এ,এইচ,এম,বাসিত,মোঃআব্দুল করিম,মাওঃআব্দুল হাই,মাওঃ আবুল খয়ের মো;মাহমুদ,মাস্টার গোলজার আহমদ,নুর আহমদ,জনাব আলাউদ্দিন,এম এ জলিল ও রানা মিয়া

বক্তরা বলেন-বাংলাদেশের স্বাধীনতা এমনি এমনি আশেনি তার জন্য দীর্ঘ ৯মাস যুদ্ধ করতে হয়েছে,৩০লক্ষ লোক জীবন দিয়েছে ও ২লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ মুয়ীনুল ইসলামবলেন­   - বাঙ্গালী জাতীর ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন হল স্বাধীনতা।আর স্বাধীনতার মাহানায়ক হলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি হয়।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর