প্রাথমিক চিকিৎসার কিছু শিক্ষা

29 March, 2019

First aid treatment (প্রাথমিক চিকিৎ)



বাংলাদেশে অধিকাংশ মানুষ বিভিন্ন রগে মারা যাচ্ছেন। অনেকে রাস্তায় অজ্ঞান হলে বা কোনো দূরঘটনায় আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যেে যেতে হয়তো অবস্থা খুব খারাপ হয়ে যায় নয়তো মারা যায়। তাই আমরা যদি প্রাথমিক চিকিৎসা ( First aid treatment) জানা থাকে তবে আমরা তাকে কিচ্ছুক্ষনের জন্য চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে গেলে আহত বেক্তিটি বাচতে পারে। আজকে আমি সবাইকে প্রাথমিক চিকিৎসার ( First aid treatment) প্রথম ধাপ জানাবো। প্রথমে আমরা কোনো বেক্তিকে অজ্ঞান অবস্থায় দেখলে তার আশেপাশের লোকদের জিজ্ঞেস করবো আপনারা কি দেখেছেন বেক্তিটির কী হয়েছে? যদি কেউ না দেখে থাকেন বা আশেপাশে কেউ না থাকেন তাহলে আমরা অজ্ঞান বেক্তিটির ABC চেক করবো। ABC হলো: A= Airway (শ্বাসনালী) B= Breathing (শ্বাসপ্রশাস) C= Circulation (রক্ত সঞ্চাল) L.L.F L= Look (দেখা) L= Listen (শোনা) F= Feel (অনুভব করা) আমরা বেক্তিটির গলার pulse চেক করবো এরপর আমার গালটি তার মুখ বরাবর রাখবো এবং তার মুখ থেকে গরম হাওয়া বের হচ্ছে কিনা তা দেখবো। তারপর আমি বুক বরাবর চোখ রাখবো এবং দেখবো তার বুক উপর নিচে হচ্ছে কিনা। যদি এসব ঠিক থাকে তাহলে বুঝবো বেক্তিটি এখনো ঠিক আছে এবং অজ্ঞান অবস্থায় আছে। আজ এখানেই শেষ করলাম আবার আসবো পরের কিছু চিকিৎসা জানাতে। সমস্যা থাকলে মন্তব্য করুন।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর