প্রাথমিক চিকিৎসার কিছু শিক্ষা

03 April, 2019

First aid treatment (প্রাথমিক চিকিৎ)



তোমরা যখন সেখানে থাকবে তখন তোমাদের কাজ হলো : 1. তাৎক্ষনিক পর্যবেক্ষন 2. সে অনিযায়ী সেবা প্রদান 3. ডাক্তার বা হাস্পাতালে প্রেরন করা এবং তোমার উদ্দেশ্য থাকবে ৩ টি : 1. রোগীর জীবন রক্ষা করা 2. অবস্থার অবনতি রোদ করা 3. অবস্থার উন্নতি সাধন করা। যখন কোনো খাদ্যকনা বা তরল জাতীয় কিছু গলায় আটকে যায় এবং কখনো কখনো শ্বআসনালী মুখ বন্ধ করে দেয় তখন তাকে চোকিং বলে। অনেক সময় একে বিষম লাগাও বলে। (CPR) হৃদপিন্ড ও ফুস্ফুস পুনঃ সঞ্চালন পদ্ধতি (CPR)–Cardio Pulmonary Resuscitation শঞ্চালন বাধাগ্রস্ত হওয়ার ফলে মস্তিষ্কে ও শরীরের প্রধান অংগ সমূহে অক্সিজেনের সৃষ্টি হয় তাই শক। শক এর ফার্স্ট এইড : মাথা মাটিতে বা বিছানায় রাখা। পায়ের নিচে বালিশ বা কোনো কিছু দিয়ে উচু করে রাখা। আবার আসবো আর কিছু জানাতে আজকের মতো ধন্যবা।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর