ইন হাউজ প্রশিক্ষণ

13 July, 2019

বুড়িচংয়ে ইন হাউজ প্রশিক্ষণ



শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, এমএমসি-ড্যাসবোর্ড এর কার্যকর ব্যবহার, কিশোর বাতায়নের প্রচার ও ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদানের লক্ষে বুড়িচং উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রত্যেক প্রতিষ্ঠান থেকে আইসিটি শিক্ষক বা আইসিটিতে দক্ষ শিক্ষককে প্রশিক্ষণ ও আইসিটি কাজে আগ্রহী করে তোলার জন্য সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষরিত চিঠি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। উক্ত ইন হাউজ প্রশিক্ষণের উদ্বোধন ও পর্যবেক্ষণ করবেন সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষক(সম্মানিত শিক্ষক মহোদয়)কে একটি করে ফর্ম দেয়া হবে। উনারা পরবর্তী এক মাসে উনারা কতোজন শিক্ষককে ‘শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ’ এ সদস্য করেছেন ও অন্যান্য কাজগুলো সম্পন্ন করেছেন তা প্রদত্ত ছকে তথ্য ফিলাপ করে মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন মর্মে প্রদক্ষেপ নেওয়া হবে।
প্রধান অতিথি-জনাব মোঃ আব্দুল মজিদ, জেলা শিক্ষা অফিসার, কুমিল্লা।
বিশেষ অতিথি-জনাব আরিফুল আজম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার, বুড়িচং, কুমিল্লা।
সভাপতিত্ব করবেন-জনাব মোঃ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বুড়িচং, কুমিল্লা।
আয়োজনে: মাধ্যমিক শিক্ষা অফিস বুড়িচং
ভেন্যু: বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বুড়িচং, কুমিল্লা।
তারিখ ও সময়: ১৩ জুলাই ২০১৯, সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর