None

18 September, 2017


প্রতিযোগিতার নির্দেশনাবলী (KISHOREGANJ) হাওর-বাওর পানিতে ভরা, কিশোরগঞ্জের পনির সেরা অভিনন্দন, ‘আমার জেলা, আমার অহংকার’ প্রতিযোগিতায় অংশগ্রহন করায় তোমাকে ধন্যবাদ! তোমার নির্ধারিত জেলা-কিশোরগঞ্জ। তোমার জেলার ব্র্যান্ডিং আইটেম- প্রকৃতি ও পনির। তোমার সুবিধার্থে তোমার জেলা নিয়ে কিছু তথ্য নিচে দেয়া হলঃ কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওরের উপর র্নিভর। যেমন: হাওরে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের চাহিদার লভ্যাংশ পূরণ করতে সক্ষম। কিশোরগঞ্জ জেলার একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে, এর একটি বিশাল এলাকা বছরের প্রায় ৬ মাস পানিতে ডুবে থাকে। কিশোরগঞ্জের ১৩ টি উপজেলার মধ্যে নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা অধিক বন্যাপ্রবন হাওর অঞ্চল হিসেবে পরিচিত। তাছাড়া বাজিতপুর কুলিয়ারচর ও করিমগঞ্জের অংশবিশেষও হাওর এলাকার অন্তর্ভুক্ত। কিশোরগঞ্জ জেলা হাওর এলাকা গেইটওয়ে নামে খ্যাত। সীমানা দক্ষিণে অষ্টগ্রাম থানা, উত্তরে মিঠামইন, উত্তর-পূর্ব কোণে ইটনা, উত্তর-পশ্চিমে কটিয়াদী, পশ্চিমে নিকলী এবং পূর্বে হবিগঞ্জ জেলার লাখাই থানা। নিকলী হাওর ছাড়া কিশোরগঞ্জে আরও অনেক হাওর রয়েছে। যেমন হুমাইপুর হাওর (বাজিতপুর), সোমাই হাওর (অষ্টগ্রাম), বাড়ির হাওর (মিঠামইন), তল্লার হাওর (বাজিতপুর-নিকলী-অষ্টগ্রাম), মাহমুদুর হাওর (নিকলী), সুরমা বাউলার হাওর ইত্যাদি। কিশোরগঞ্জ এলাকার বিশাল হাওর একদিকে যেমন মিঠা পানির বিশাল ভান্ডার তেমনি প্রচুর মৎস সম্পদে ভরপুর। হাজারো জীববৈচিত্রের পাখি জলজ উদ্ভিদ এবং মুক্তাসহ ঝিনুক রয়েছে হাওরের সর্বত্র। হাওর এলাকায় রিজার্ভার নির্মাণসহ পানি বিদ্যুৎ উৎপাদনে বিশাল সুযোগ রয়েছে। কিশোরগঞ্জের নিকলীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচকে কেন্দ্র করে উপজেলা সদরসহ পুরো হাওরবাসীর মাঝে থাকে ঊৎসবের আমেজ।কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম। অষ্টগ্রামের এই পনিরের খ্যাতি সুদূর ইংল্যান্ড মালয়েশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। দেশ বিদেশে সুখ্যাতি অর্জন করা এই পনির কিশোরগঞ্জের ঐতিহ্যের অন্যতম স্মারক। কিন্তু বর্তমানে সেখানে এই শিল্পের সংকটকাল চলছে। বিলুপ্তপ্রায় পনির শিল্পের সূতিকাগার অষ্টগ্রামের বাইরেও ব্যক্তি ও ব্যবসায়িক উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় পনির তৈরি হয়। এর মাধ্যমে অনেকেই সচ্ছলতার মুখও দেখছেন। এবার এই পনিরেই সারা দেশে পরিচিত হবে কিশোরগঞ্জ। কিন্তু আমরা জানি তোমার চমৎকার জেলার জন্য এতটুকু তথ্যই সব নয়। তোমরা তোমাদের জেলা নিয়ে আরও অনেক কিছু জানো, তোমাদের মাথায় গিজগিজ করছে দারুণ সব আইডিয়া। তোমাদের এইসব আইডিয়া নিয়ে ঝাঁপিয়ে পড়! এই ‘ব্র্যান্ডিং আইটেম’ কীভাবে তোমার জেলাকে সমৃদ্ধ করছে ও কেন তোমার জেলা নিয়ে তুমি গর্ব বোধ কর তা জানিয়ে দাও। কীভাবে জানাবে? ১।গল্প/প্রবন্ধ/কবিতা লিখ (সর্বোচ্চ ২৫০০ শব্দ) ২। ছবি আঁক (সর্বোচ্চ ১০ মেগাবাইট) ৩। ছবি তোল (সর্বোচ্চ ১০ মেগাবাইট) ৪। ভিডিও বানাও (সর্বোচ্চ ৫ মিনিট) ৫। গান গাও/কবিতা আবৃত্তি কর/ অন্য কোন কিছুর অডিও ক্লিপ বানাও (সর্বোচ্চ ৫ মিনিট) সারা দেশ থেকে সেরা কাজগুলোর জন্য থাকছে আকর্ষনীয় সব পুরষ্কার! তাই আর দেরী কেন? ঝটপট কাজ শুরু করে দাও! কাজ শেষ হলে নিচের বাটনে ক্লিক করে তোমার সৃষ্টিশীল কাজ জমা দাও আর সারা দেশকে জানিয়ে দাও তুমিও পার!


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর