#বঙ্গবন্ধু_শেখ_মুজিবুর_রহমান_ও_মুক্তিযুদ্ধকে_জানি

18 September, 2019

#বঙ্গবন্ধু_শেখ_মুজিবুর_রহমান_ও_মুক্তিযুদ্ধকে_জানি



#বঙ্গবন্ধু_শেখ_মুজিবুর_রহমান_ও_মুক্তিযুদ্ধকে_জানি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর নির্দেশনায় সারা দেশের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ধারাবাহিক মুল্যায়নের অংশ হিসেবে
'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি' কার্যক্রমে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। জাতীয় পর্যায়ে এই প্রথম এত বড় পরিসরে স্কুলের শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সহ মুক্তিযোদ্ধের প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কাছাকাছি যাবার, তাদের কাছ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনার। এই কার্যক্রমের সার্বক্ষণিক সঙ্গী হচ্ছে শিক্ষার্থীদের সৃজনশীল অনলাইন প্লাটফর্ম কিশোর বাতায়ন। ( www.konnect.edu.bd )

আগামী ৩০শে সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত চলবে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ পর্ব। এরপর স্কুলে প্রাথমিক বাছাইয়ের পর সেরা তিনটি ভিডিও একসাথে এডিট করে প্রতি স্কুল থেকে ১টি ২০ মিনিটের ভিডিও ডকুমেন্টারি পাঠাবে উপজেলা বাছাই কমিটির নিকট। উপজেলা পর্যায়ে যাচাই বাছাই এর পর সেরা ৩টি স্কুলের ভিডিও পাঠানো হবে জেলায়, তারপর বিভাগে ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সমূহ ও বিজয়ী শিক্ষার্থীদের তৈরি ভিডিও সমূহ তুলে দেয়া হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বিজয়ী দেওয়া হবে বিশেষ পুরষ্কার ও সম্মাননা।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর