বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি

03 October, 2019

সম্মানিত মুক্তিযুদ্ধাদের সাথে সাক্ষাতকারের সময়



আমার নাম তাফসিরুল রাফি। আমি রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর একজন ছাত্র। “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” এ বিষয়ে আমাদের বিদ্যালয়ে একটি নোটিশ আসে। নোটিশ পত্রে বিভিন্ন নিয়ম-নীতি ছিল। তাতে বলা হয়েছে-“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” এ বিষয়ে গবেষনা করতে হবে। নোটিশ অনুযায়ী কয়েকটি গ্রুপ করা হয়। আমার গ্রুপটির সদদস্য সংখ্যা ছিল ২৪জন। আমরা নোটিশ কঅনুযায়ী বিভিন্ন প্রশ্ন তৈরি করি। এচাড়াও দলীয় কাজ গুলো আমাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কেউ প্রশ্ন করবে, কেউ কবিতা আবৃতি করবে, এবং একজন উপাস্থপনা করবে। নোটিশ অনুযায়ী আমরা বীর মুক্তিযোদ্ধা জনাব আক্তারুজ্জামান শুকুর’ এর সাক্ষাতকার নিতে যাই। আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানার আকাঙ্খায় তার বাড়িতে গিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করি।

তার কাছে আমরা খুব সহজে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। আমরা সেখানে গিয়ে জানতে পারি মুক্তিযুদ্ধে তার প্রেরনার উৎস কী ছিল, এবং কীভাবে যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং তার সাক্ষাৎকার অনুযায়ী আমরা তিতারকুল ব্রিজ যাই, সেখান থেকে তারা পাকিস্তানি হানাদারদের সাথে সম্মুখ যুদ্ধ করেছিলেন। যেখানকার একজন প্রতক্ষ্য দর্শীর  সাক্ষাৎকার নেই। তার কাছ থেকে আমরা জানতে পারি মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধের ঘটনা এবং মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস। তারপর আমরা জেলা প্রশাসকের কাযলয়ে যাই এবং সেখান থেকে একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে তথ্য  সংগ্রহ করি ও মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রতিকৃতি সম্পর্কে জানতে পারি। আমাদের সম্পুর্ণ কার্জকর্মটি ক্যামেরায় ধারন করা হয়।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর