মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধ,ধ্বনিত হয় বিজয়ের উল্লাস

18 December, 2019

বীর ও মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ মহোদয়



১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরিসমাপ্তি ঘটে মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভের মাধ্যমে । নতুন প্রজন্মের কাছে যুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছানোর জন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কলেজ আয়োজন করেছে এক ভিন্নধর্মী অনুষ্ঠান। প্রচলিত অনুষ্ঠান থেকে সম্পূর্ণ ভিন্নধারায় অনুষ্ঠানটি গত ১৬ই ডিসেম্বর মহান বিজয়ে দিবসে অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবুল বাশার ছিলেন অনুষ্ঠানটির প্রধান অতিথি, সভাপতিত্ব করেন বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ মাহ্ফুজুল হক,পিএসসি।এছাড়া কলেজের অধ্যক্ষ(মান-২), সম্মানিত শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত থাকে।জাতীয় সংঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযুদ্ধা জনাব মোঃ আবুল বাশার ও এর মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটে। তারপর কলেজের শহীদ মিনারে প্রধান অতিথি ও অধ্যক্ষ মহোদয় সহ সকল শিক্ষক ও কলেজের সকল হাউজের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এবং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে দেয়ালিকা ও ফটোগ্যালারি উদ্বোধন করা হয় এবং প্রধান অতিথিকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। তারপর অনুষ্ঠানটির ১ম অংশ হিসেবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা যেখানে বীর মুক্তিযোদ্ধা তাঁর যুদ্ধের অভিজ্ঞতা,রণকৌশল ও তৎকালীন সময়ে যুদ্বের মর্মান্তিক ইতিহাস তুলে ধরেন ও এই রকম ভিন্ন আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।অনুষ্ঠানটির ২য় অংশে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।কলেজটির অধ্যক্ষ বলেন,ভবিষ্যতে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্বের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জাতীয় দিবসগুলোতে এইরকম আয়োজন করা হবে।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর