চলো ঘুড়ে আসি পাথরের দেশে।

05 January, 2020

বিছায়িত বিছানাকন্দি।



সিলেট বিভাগের বিছানাকান্দি প্রকৃতির এক অপরুপ দান। পাথর আর পাথরের সমাবেশস্থল বলা চলে এটিকে। পাথরগুলো একটার পর একটা ভারতের সীমান্ত ঘেষা নদীতে বিছায়িত আছে সুনিপুণভাবে। দেখলে যে কারও চোখ জুড়িয়ে যাবে। সবার উচিত প্রকৃতির এক অরপুর রপ উপভোগ করার। যে কেউ ঢাকা থেকে বাস বা ট্রেনে বা বিমানে করে সিলেটে যেতে পারবো। তারপর সিলেটৈ থেকে মাইক্রো বা  সিএনজি করে বিছানাকান্দি যেতে পারবো অনায়াসে।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর