সমাজ পরিবর্তনের লক্ষ্যে

12 January, 2020

রিদয়



সমাজের পরিবর্তন চাই একতা ফ্রেন্ডসশীপ পার্লামেন্ট (রামকৃষ্ণপুর ইউনিয়ন, দৌলতপুর, কুষ্টিয়া )তাদের এই অসামাজিক সমাজ পরিবর্তনের জন্য নেমেছে মাঠে । মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মূল পার্থক্য হচ্ছে, জ্ঞান, বুদ্ধি। এ দুটির কারনেই আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাকলুকাত। আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, যে পরিবেশে আমরা বাঁচতে শিখেছি, সেই পরিবেশ রক্ষা আমাদের মৌলিক দায়িত্ব। সেই পরিবেশের জন্য আমাদের কাজ করতে হবে। কারন আমাদের বিবেক আছে। আমাদের বিবেক না থাকলে আমরা অন্য প্রাণীর মত যা ইচ্ছা তা করতে পারতাম, পরিবেশের যেমন ইচ্ছা তেমন ক্ষতি করতে পারতাম। কিন্তু বিবেক আছে বলেই, এ পরিবেশের আমরা ক্ষতি করতে পারি না। এপরিবেশ আমাদের বেঁচে থাকার জন্য রক্ষা করতে হবে। পরিবেশ চাইলেও একা একা রক্ষা করা যাই না। তার জন্য প্রয়োজন সামষ্টিক উদ্যোগ। আর এসকল উদ্যোগ গুলোই গ্রহন করে সামাজিক সংগঠন গুলো। তাই আমাদের সামাজিক সংগঠনের আওতায় আসতে হবে।আমরা আমাদের এ তরুণ সময়টা লেখাপড়া কিংবা চাকরির মধ্য দিয়েই চালাই। একটু খেয়াল করুন, লেখাপড়া কিন্তু দিনের ২৪ ঘন্টাই হয় না। লেখাপড়ার বাইরে আমরা অনেক সময় অবসরে খাটিয়ে দেই। আমরা চাইলে বিনোদনের মাধ্যমে সেই সময়কে তারুণ্যের শক্তিতে রূপান্তর করতে পারি। এসময়টা যদি আমরা সমাজের জন্য ব্যয় করি, তাহলে আমাদের ত কোন ক্ষতি হচ্ছে না। উল্টো লাভই হচ্ছে। কারন সমাজের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। এ সমাজের সামান্য উন্নয়ন হলে, তা আমাদের কল্যাণেই আসবে। তাই আমাদের কল্যাণে তারুণ্যের অবসর সময়টা সমাজের তরে কাজ করতে পারি।তাই আসুন আমরা সবাই এগিয়ে যায় সাহায্য করি এই একতা ফ্রেন্ডসশীপ পার্লামেন্ট কে।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর