সুখ-দুঃখ

09 February, 2020

সুখ-দুঃখ



তুমি আধার কালো, জিবনকে মোর করছ ভালো। যদি, সুখ পাখির মধুর গানে ঘুম ভাঙ্গলো সকল ভোরে সে জিবনের অর্থ কি, সেই অর্থের মূল্য কালো। নদীর মতন এঁকে বেঁকে সুখের খোজে জিবন ধায়, কিছু নদী সাগর ছুঁয়ে জিবনটাকে রাঙাতে পায়। কিছু নদী অন্য বটে অন্য স্রোতে ফসল দেয়। সোনার ফসল সোনার দানে, এমন সুখ কিসে বা আনে। কয়লা যখন ময়লা বেশ মূল্য না পায় দুঃখ রেশ। কষ্টে জিবন পার করে হায় হীরার দামে বিক্রী যে হয়। কষ্ট মাঝে সুখের খোজ, দানের মাঝে অানন্দ ভোজ, উচু নিচু সবার মাঝে, লাল রাঙা রক্ত বয়। মানুষ হয়ে হাজার বছর সবাই যেন বাঁচতে চাই।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর