None

25 October, 2017


সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে বাহারি ডিজাইন ও আধুনিক কারুকার্যের শাড়ি তৈরি হচ্ছে টাঙ্গাইলে। যা নারীদের মন সহজেই আকর্ষন করে। দেখতে পছন্দনীয়,পরনেও আরামদায়ক। মাপে ১৪ হাত এবং নরম মোলায়েম এবং পরতে আরাম। ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পের বৈপ্লবিক পরিবর্তন এনেছে টাঙ্গাইলের সফট সিল্ক ও কটন শাড়ি। এই শাড়ির বুনন ও ডিজাইন দৃষ্টি কাড়ে। টাঙ্গাইলের শাড়ির বৈশিষ্ট্য হলো- পাড় বা কিনারের কারু কাজ। ঈদের সময় এসব শাড়ি ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে। মন জয় করে নিচ্ছে দেশ বিদেশের সৌন্দর্য পিপাষুদের। তাহলে আপনি পিছিয়ে থাকবেন কেন, এবার ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে পুরোনো নকশায় নতুন রঙের বৈচিত্র্য দেখা যাচ্ছে টাঙ্গাইল শাড়ীগুলোতে, তাই দেরী না করে কিনেই ফেলুন একটি। এছাড়া সময় ও চাহিদার সাথে তাল রেখে দিন দিন পাল্টে যাচ্ছে টাঙ্গাইল শাড়ির আকর্ষণ ও নকশার নতুননত্ত। ঈদের মার্কেটে এবার যোগ হয়েছে সফট সিল্ক, জামদানি, সুতি, ধানসিঁড়ি, আনারকলি, গ্যাস সিল্ক, একতারি, দোতারি নতুন ডিজাইন।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর