মেয়েদের সাদা স্রাব: যা কিছু জানা প্রয়োজন

বিবাহিত হোক আর অবিবাহিতই হোক, সাদা স্রাব নিয়ে কারনে অকারনে অনেক মেয়েই দুশ্চিন্তায় ভোগেন। অনেক সময় এটা মানসিক যন্ত্রনা আর অস্বস্তির কারন হয়ে ওঠে কেবল মাত্র সঠিক তথ্য না জানার কারনে। যোনিপথে সাদা তরল পদার্থ নির্গত হওয়াকেই লিউকোরিয়া বা সাদা স্রাব বলে। সাধারণভাবে অতিরিক্ত সাদা স্রাবকে ইংরেজিতে লিউকোরিয়া বলা হয়। সব মেয়েরই কমবেশি সাদাস্রাব হয়ে থাকে। এই স্রাবে কোন রক্তমিশ্রিত থাকে না, কোনরুপ দুর্গন্ধ থাকে না,যোনিপথে বা যোনির মুখে কোন চুলকানিও থাকে না। কারো কারো ক্ষেত্রে সাদাস্রাবের জন্য কাপড় বা আন্ডার গার্মেন্টস ভেজা থাকে এবং শুকালে এক ধরনের হলদেটে বা বাদামি দাগ লেগে থাকে। অতিরিক্ত সাদা স্রাবের ব্যাপারটা একেক জনের কাছে একেক রকম। অল্প সাদা স্রাব হলে অনেকে ভয় পেয়ে যান।আবার কেউ কেউ অতিরিক্ত সাদা স্রাবের জন্যও অস্বস্তিবোধ করেন না। আসুন জেনে নেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

সাদা স্রাব বা লিউকোরিয়া নারীদের একটি সাধারণ ও স্বাভাবিক প্রক্রিয়া। এর জন্য আলাদা চিকিৎসার প্রয়োজন নেই। তবে পরিমাণ, রঙ ও গন্ধে যদি পরিবর্তন আসে তাহলে সেটি ভয়ের কারণ হতে পারে।

0
9314
0 Comment

Comment

Your Opinion

Have you seen the blog? Share your opinion