হার্ট অ্যাটাক : জানা-অজানা ৫টি কারণ
হার্ট অ্যাটাক : জানা-অজানা ৫টি কারণ
বিগত কয়েক দশকে বাংলাদেশে বহুলাংশে বেড়েছে হার্ট অ্যাটাক ও এতে মৃত্যুর ঘটনা। দেশে গত বছর হার্ট অ্যাটাকে মৃত্যু ছিল মোট মৃত্যুর প্রায় এক-পঞ্চমাংশ, একক কারণ হিসেবে যা প্রথম। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, ৮০ ভাগ ক্ষেত্রেই হার্ট অ্যাটাক প্রতিরোধ সম্ভব সচেতনতা, বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাস আর সুস্থ জীবনাচারের মাধ্যমে। তবে সেজন্যে প্রথমেই জানতে হবে হার্ট অ্যাটাক কেন হয়। থার্সডে প্রাইম টাইমের আজকের এপিসোডে আপনি এই বিষয়গুলোই জানতে চলেছেন!