বাবা-মার সাথে ভুল বোঝাবুঝি? কেন বাবা-মা আমাকে বোঝে না? বাবা-মার সাথে সম্পর্কে উন্নতির সহজ উপায়
বাবা-মা আমাদের সবচেয়ে কাছের মানুষ হলেও এই তারাই যেন কোনো কোনো সময় আমাদের বুঝতে চান না। আর তাইতো কখনো নিজেদের অপূর্ণ স্বপ্ন চাপিয়ে দেন, কখনো বা করেন কড়া শাসন, কখনো পায়ে পরিয়ে দেন নিয়ম-শৃঙ্খলার বেড়ি। এদিকে সন্তানদের মনে জমতে থাকে জেদ, ক্ষোভ, কষ্ট যা ধীরে ধীরে নষ্ট করে নিজেদের অপার সম্ভাবনা ও বাবা-মায়ের সাথে সুন্দর সম্পর্ক। তাদের শাসন বারণ যৌক্তিক হোক বা অযৌক্তিক, "আমার বাবা-মা আমাকে বোঝেন না" এই বিরাট অভিমান বয়ে বেড়াতে বেড়াতে এটা বুঝতে অনেকটা সময় লেগে যায় যে, তারা যা কিছু করেছেন বা করছেন তা আমাদের ভালোর জন্যেই। কিন্তু হ্যাঁ, আমরা কি চাই সেটা হয়তো তারা অনেক সময় বুঝে উঠতে পারেন না। লেটেস্ট জেনারেশনের সদস্য হয়ে তাই অভিমান ভেঙে তাদের বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের৷ আর বোঝাতে পারব তখনই যখন তাদের বোঝানোর ভাষা হবে মমতা, সম্মানের ও ভালোবাসার।
this paragraph was amazing.I LOVED IT A LOT