থাই গুহায় আটকে পড়া কিশোরদের গল্প মেডিটেশনের শক্তির একটি বাস্তব গল্প।
থাই গুহায় আটকে পড়া কিশোরদের গল্প মেডিটেশনের শক্তি
সংকট নিরসনে ধ্যানের সফল প্রয়োগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া বারো কিশোর আর তাদের তরুণ কোচের উদ্ধারের ঘটনা। তাদেরই একজনের জন্মদিন পালন করতে গুহায় যাওয়ার পর প্রবল বৃষ্টিবর্ষনে গুহামুখ জলাবদ্ধ হওয়ায় তারা সেখানে আটকে পড়ে। এক পর্যায়ে পানি থেকে বাঁচতে চলে যায় আরো ভেতরে। এতটাই গহীনে যে, তাদের অবস্থান শনাক্ত হতেই লেগে যায় এক সপ্তাহের বেশি। এমনকি তাদের খুঁজে পাওয়ার পর বের করে আনতে লেগে যায় আরো প্রায় এক সপ্তাহ। মাঝের দুই সপ্তাহে জনহীন গুহার নিকষ কালো আঁধারে ক্ষুৎপিপাসা, প্রাণনাশের ভয় আর উদ্ধারের ব্যাপারে নিরাশা- এই সবকিছুকে তারা জয় করেছিল ধ্যানের শক্তিকে কাজে লাগিয়ে। উদ্ধারের পর ট্রমাগ্রস্ত বা মানসিকভাবে বিপন্ন হওয়ার বদলে ছেলেগুলোর মধ্যে যে প্রাণবন্ততা ছিল তা বিস্মিত করেছে সবাইকে। তারা মেডিটেশন শিখেছিল কোচ একাপলের কাছ থেকে।