https://www.pangkepkab.go.id/pages/ https://www.brauberg-rus.ru https://www.izotecmsk.ru https://www.laimashop.ru
বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তন

বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তন

Image

বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের পাশাপাশি নানা ধরনের মানসিক পরিবর্তনও হয়। ফলে তাদের দৈনন্দিন আচরণে কিছু পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তন স্বাভাবিক এবং সময়ের সাথে সাথে কিশোর-কিশোরীরা এইসব পরিবর্তনগুলোর সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করে।

মানসিক পরিবর্তনের দিক থেকে ছেলে ও মেয়েতে কিছু অমিল থাকলেও মিলটাই বেশি থাকে। সাধারণত যেসব মানসিক পরিবর্তন দেখা যায় সেগুলো হলো:

 

মানসিক সুস্থতা কেন দরকার

মানসিক ভাবে সুস্থ থাকলে তা শরীর ও মনের পরিপূর্ণ বিকাশে সাহায্য করে। বৃদ্ধিবৃত্তিক বিকাশ ঘটায়। শরীর ভাল না থাকলে যেমন মন ভাল থাকেনা, তেমনি মন ভাল না থাকলে শরীর ও ভালো থাকে না। তাই পরিপুর্ন সুস্থতার জন্য এবং দেহ ও মনের ভারসাম্য বজায় রাখার জন্য মানসিক সুস্থতা বজায় রাখা জরুরী।

 

মানসিক সমস্যা প্রতিরোধে কী কী করা যেতে পারে-