Hour of Code
Details
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিং সম্পর্কিত কর্মসূচি “আওয়ার অফ কোড: বাংলাদেশ” ' হচ্ছে এমন একটি ইভেন্ট, যেখানে শিক্ষার্থীরা খেলার ছলে কোডিং সম্পর্কে জানবে এবং কোডিং করবে। আমরা জানি কোডিং মূলত লজিক সমাধানের মাধ্যমে সম্পন্ন করা হয়। এইবারের গেইমগুলো আরো ভালোভাবে খেলতে নিচের দেওয়া নির্দেশনাগুলো ভালোভাবে লক্ষ্য করো- ১ম ধাপ- শিক্ষার্থী তার সার্টিফিকেটের জন্য গুগলফর্মে তথ্য অবশ্যই প্রদান করে Submit বাটনে ক্লিক করবে। ২য় ধাপ- শিক্ষার্থী/শিক্ষক কোডিং এর গেইমগুলো খেলার জন্য উল্লেখিত “কোডিং এর নির্দেশিকাটি ডাউনলোড করতে ক্লিক করো’ বাটনে ক্লিক করে নির্দেশিকাটি ডাউনলোড করে নিবে। ৩য় ধাপ শিক্ষার্থী ‘আওয়ার অব কোড’-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে এবং নির্দেশিকা মোতাবেক কোডিং এর গেইমগুলো খেলে সার্টিফিকেট অর্জন করবে। নিম্নের লিংকে প্রবেশ করে কিংবা কপি করে গুগলে পেস্ট করে গেইমে অংশগ্রহণ করো- https://sites.google.com/view/konnecta2i?usp=sharing

Hour of Code