লেখক কর্নার

গোপাল ভাঁড়

গোপাল ভাঁড় --গোপাল ভাঁড়ের নাম শুনলেই মাথায় টাক আর বিশাল ভুড়ির একজন গোলগাল মানুষের কথা মনে হয়। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন বিখ্যাত গল্পকার। তিনি আঠারো শতকে নদীয়ার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নবরত্নদের একজন ছিলেন। উপস্থিত বুদ্ধি এবং হাস্যরসের জন্য গোপাল ভাঁড় বাঙালিদের কাছে আজও সমান জনপ্রিয়।

আসছে সপ্তাহে

চাচা চৌধুরি

চাচা চৌধুরি --চাচা চৌধুরির কথা তোমাদের মনে পড়ে? আর তাঁর কুকুর রকেটের কথা? চাচা চৌধুরি হল ভারতের ডায়মন্ড কমিকস কর্তৃক প্রকাশিত একটি বহুল জনপ্রিয় কার্টুন কমিক বই, যার নির্মাতা হলেন কার্টুনিস্ট প্রাণকুমার শর্মা। এই কমিকসের মূল চরিত্র "চাচা চৌধুরি" নামে এক প্রবীণ ব্যক্তি যিনি তাঁর প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দ্বারা বিভিন্ন সমস্যার মজার মজার সমাধান করেন।

Protecting life below water

12 বার দেখা হয়েছে


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর