স্বপ্নের গ্রামের প্রতিচ্ছবি।

21 March, 2020

আমার আকা গ্রামের প্রকৃতি।



শহরের গ্রাম্য প্রকৃতিহীন জীবনে আমার সবসময় গ্রামের প্রকৃতির কথা মনে পড়ে। খোলা আকাশ, সীমাহীন মাঠ, নদীর স্বচ্ছ পানি, মাঝির চলমান নৌকা, নদীর পাড়ের কাশবন, সোনালি ধানের রং, গ্রাম্য ছেলের দুরন্তপনা, নদীর পাড়ের পাহাড়ি বন সবই আমাকে সবসময় টানে। আমি শহরের ইট দেয়ালের মাঝে আটকা পড়ে থাকলেও আমার মনটা সবসময় গ্রামে পরে থাকে। তাইতো শহরে বসে গ্রামের এসব ছবি আকার মাধ্যমে গ্রামে ফিরে যায়।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর