কবিতা

30 March, 2020


                                                    রক্তে ভেজা একুশ

                                                      অনুদীপ রায়

বাংলা ভাষার আগমন ফেব্রুয়ারীতে,

রক্তে ভেজা বাংলার রাজপথে।

ভাষার কারণে যখন বাঙালি ব্যাথিত,

তখন পথে নামল বাংলার ছেলে শতশত।

তারা বাংলা ভাষা করে আনল জয় ,

ত্যাগ করে তাদের মনের সব ভয়।

কৃষক শ্রমিক যুবক বৃদ্ধ নামল তারা পথে,

বাংলা ভাষার দাবি নিয়ে তাদের সাথে সাথে।

পাকিস্তানি পুলিশ করলনা ক্ষমা,

ছুড়ল তারা বুলেট আর বোমা।

সেই বুলেটে প্রাণ হারালো তারা,

ভাষার দাবিতে রাজপথে নেমেছিল যারা।

তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে,

বাংলা ভাষাকে আনলো ফিরিয়ে।

এভাবে রক্তে ভিজল বাংলাভাষা,

মিটল বাঙালির মনের আশা।



মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর