করোনা ভাইরাসঃ আতঙ্ক নয়, করোনায় করণীয়

31 March, 2020

Covid-19 Virus



বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৯ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন গেছেন। করোনাভাইরাস নিয়ে সতর্কতামূলক তথ্যের অভাবে ব্যক্তি সচেতনতা নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

গবেষক ও চিকিৎসকরা বলছেন, আতঙ্ক নয়, করোনা প্রতিরোধে প্রয়োজন নিজের করণীয় সম্পর্কে জানা। তথ্যের অভাব ও ভুল সংবাদ প্রচারকে এ আতঙ্ক সৃষ্টির অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানসিক চিকিৎসকরা বলছেন, এ আতঙ্ক নিজের ও পরিবারের জন্য ক্ষতিকর।

এই দুঃসময়ে আমাদের যা করনীয়ঃ

১। কিছুক্ষন পর পর  সাবান / হান্ড ওয়াশ দিয়ে ২০ সেকেন্ড  ধরে হাত ধোয়া।

২। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়া।

৩। বাসা থেকে বের হলে অবশ্যই ফেস মাস্ক এবং হান্ড গ্লাভস ব্যবহার করা।

৪। বাহির থেকে এসে কোনো কিছু ছোয়ার আগেই ভালোভাবে সাবান দিয়ে গসল করা ও পরিহিত কাপড় সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করা।

৫। করোনা ভাইরাসে আক্রান্ত রোগির সংস্পরশে না আসা।

৬। করোনা সন্দেহ হলে ৩৩৩ বা ১৬২৬৩ এই হটলাইনের সাথে যোগাযোগ করা।

৭। পরিবারের সকল সদস্যদের উপর যত্নবান হওয়া।

৮। সরকারি নির্দেশনাে অনুযায়ী সামাজিক দূরত্ত বজায় রাখা।

৯। নিজে সতর্ক থাকা এবং অন্যকে সতর্ক করা।


মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্ট্রেশন কর