বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন

শৈশব ও যৌবনের সন্ধিক্ষণে দ্রুত ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়কালই কৈশোর হিসেবে ধরা হয়। এটি জীবনের এমন একটি সময় যখন মানুষ শিশু বা বয়স্ক, কোনোটাই নয়। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে কিশোর-কিশোরীরা যৌন পরিপক্কতা লাভ করে যা অত্যন্ত স্বাভাবিক।
এইসব পরিবর্তন নিয়ে লজ্জা-সংকোচ বা দুশ্চিন্তার কোনো কারণ নেই।
সাধারণত যেসব শারীরিক পরিবর্তন হয় সেগুলো হলো:
সবার ক্ষেত্রে পরিবর্তনগুলো একই সময়ে ও একই রকম নাও হতে পারে। যেমন মেয়েদের ক্ষেত্রে কারো আগে আবার কারো একটু বেশি বয়সে মাসিক শুরু হতে পারে। স্তন বৃদ্ধি একেক জনের একেক রকম হতে পারে। কিশোরদের ক্ষেত্রে একেক জনের উচ্চতা একেক রকম হতে পারে। সবারই বুকে, হাত-পায়ে লোম গাঢ় নাও হতে পারে। এসব নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। মনে রাখতে হবে এই পরিবর্তনগুলো অত্যন্ত স্বাভাবিক।

Shornil Barua Borno
১ বছর আগে
Helpful
Helpful

Shornil Barua Borno
১ বছর আগে
Helpful
Helpful

Miladin Morsalin
১১ মাস আগে
BIRJOPAT KENO HOY
BIRJOPAT KENO HOY
Related Topics