নিয়মিত মেডিটেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে আমরা যা চাই তা পাওয়ার প্রক্রিয়াকে

নিয়মিত মেডিটেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে আমরা যা চাই তা পাওয়ার প্রক্রিয়াকে
মন্ত্রমুগ্ধকর বাদক অরফিয়াস প্রচণ্ড ভালোবাসতেন তার স্ত্রী ইউরিডিসকে। হঠাৎ সাপের কামড়ে স্ত্রীর মৃত্যুতে পাগলপ্রায় অরফিয়াস জানতে পারলেন পাতালপুরীর দেবতার কথা যিনি কিনা ফিরিয়ে দিতে পারেন স্ত্রীর জীবন। অরফিয়াসের অনুরোধ রাখতে রাজি হয়েও একটি শর্ত জুড়ে দিলেন দেবতা৷ তা হলো, পাতালপুরী থেকে অরফিয়াসের পেছন পেছন যাবে তার স্ত্রী কিন্তু পৃথিবীর আলোতে না যাওয়া পর্যন্ত পিছনে ফিরে তাকানো যাবে না। ফিরলেই আর বাঁচানো যাবে না স্ত্রীকে। সন্দেহ, কৌতুহল বা ব্যগ্রতা যেটাই হোক, অরফিয়াস শেষ পর্যন্ত পিছনে ফিরে তাকালেন আর চোখের সামনে মিলিয়ে গেলেন তার পরম প্রত্যাশিত স্ত্রী ইউরিডিস৷ ভাবছেন অরফিয়াসের সাথে আমাদের জীবনের প্রাসঙ্গিকতা কোথায়? আমরাও কখনো কখনো সাফল্যের দ্বারপ্রান্তে প্রায় পৌঁছেই যাই কিন্তু তা আর ধরা দেয় না শুধুমাত্র দ্বিধা-দ্বন্দ্ব, সন্দেহ আর অবিশ্বাসের টানাপোড়েনে। তাই যা চাই তা পাওয়ার প্রতি বিশ্বাস থাকতে হবে শতভাগ। আর তা অর্জিত হবে নিয়মিত ধ্যান ও ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থাকার মাধ্যমে। তবেই নিয়ন্ত্রণ করা যাবে আমরা যা চাই তা পাওয়ার প্রক্রিয়াকে।